নিজস্ব প্রতিবেদক : ২৪ মার্চ ২০২৩, শুক্রবার, ১৪:২৮
শনিবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
নিজস্ব প্রতিবেদক : ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১২:০০
আগামী ৩ দিনের মধ্যে দেশজুড়ে বৃষ্টিপাত প্রবনতা কমে আসবে। বৃষ্টি কমার পাশাপাশি আজ থেকেই দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
নিজস্ব প্রতিবেদক : ১৯ মার্চ ২০২৩, রবিবার, ২০:৩০
আজ রবিবার ভোর থেকে দেশের বিভিন্ন স্থানে ব্যপক বৃষ্টিপাত হয়েছে। এদিন দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত নেত্রকোনায় ৮২ মিলিমিটার রেকর্ড হয়েছে। আবহাওয়া অফিস বলছে, আগামীকালও দেশের সব বিভাগেই হবে বজ্র ও ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি। রবিবার (১৯ মার্চ) সন্ধ্যায় দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
: ১২ মার্চ ২০২৩, রবিবার, ১১:২৩
শীত বিদায় নিয়েছে। শুরু হয়েছে হালকা বৃষ্টি। গত ২৪ ঘণ্টায় ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজশাহী অঞ্চলে। আবহাওয়া অফিস বলছে, আগামী ৩ দিনের মধ্যে সারাদেশে হতে পারে বজ্রসহ বৃষ্টি।
নিজস্ব প্রতিবেদক : ৪ মার্চ ২০২৩, শনিবার, ২১:৫০
বসন্তের আগমনের সাথে সাথে বিদায় নিয়েছে শীত। ক্রমেই বেড়ে চলেছে তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কক্সবাজার ও খেপুপাড়ায় ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে আগামী ৫ দিনে আরও বাড়বে তাপমাত্রা।
নিজস্ব প্রতিবেদক : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ১৩:৩৬
গতকাল কক্সবাজার-মিয়ানমার সীমান্তে পরপর দুইবার ভূকম্পনের ঘটনার রেশ না কাটতেই এবার শেরপুর-মেঘালয় (ভারত) সীমান্তের গারো পাহাড় এলাকায় আরও একটি ভূমিকম্প হয়েছে। ঢাকা থেকে এই ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ছিল মাত্র ২১৭ কিলোমিটার।
ওশানটাইমস ডেস্ক : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ৯:৩৯
সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
ওশানটাইমস ডেস্ক : ১২ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ৬:৪৫
গত ২৪ ঘন্টায় সারাদেশে সবোর্চ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কক্সবাজার ও মংলায় ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। একই সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গল ১২.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, আজ সারাদেশে রাত ও দিনে সামান্য কমতে পারে তাপমাত্রা […]
ওশানটাইমস ডেস্ক : ১১ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার, ৬:৩২
গত ২৪ ঘন্টায় সারাদেশে সবোর্চ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সীতাকুন্ড ৩১ ডিগ্রি সেলসিয়াস। একই সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গল ১২.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, আজ সারাদেশে রাত ও দিনে সামান্য বাড়তে পারে তাপমাত্রা তবে আগামী […]
নিজস্ব প্রতিবেদক : ২ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ৫:৩১
নীলফামারী, পাবনা, দিনাজপুর ও কুঁড়িগ্রাম জেলার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
For add